রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস, আহত ৮

বঙ্গবন্ধু টানেল সড়কে উল্টে গেল মাইক্রোবাস, আহত ৮

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের আনোয়ারা প্রান্তে ঘনকুয়াশা পথ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে চালকসহ ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাজী মাহবুব রনি, ফরহাদ, গাড়ির চালক রুবেল, আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি। আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, আহতদের দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদেরকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

 

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, বঙ্গবন্ধু টানেলের এপ্রোচ সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হয়। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877