রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

নিজেই নিজের শপথ নিলেন স্পিকার

নিজেই নিজের শপথ নিলেন স্পিকার

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় নিজেই নিজের শপথবাক্য পাঠ করলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি শপথগ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী আজ বুধবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তবে এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালি বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877