স্বদেশ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘নিশ্চিতভাবে বলা যাবে না, তবে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। এটা এখন পর্যন্ত নির্ভরযোগ্য তথ্য। তবে ভোট গণনা শেষ হলে এটা কিছুটা বাড়তেও পারে, কমতেও পারে।’
যদিও সিইসি প্রথমে জানান ভোট পড়েছে ২৮ শতাংশ। পরে সচিব তাকে সংশোধন করে দিয়ে জানান, ‘স্যার ৪০ শতাংশ হবে। বেশিও হতে পারে।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম জানিয়েছিলেন, বিকেল ৩টা পর্যন্ত ৭ ঘণ্টায় সারা দেশে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহী ও রংপুর বিভাগে ২৬ শতাংশ করে, এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে।
তার আগে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানায় ইসি।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত রাখা হয় একটি আসনে ভোট গ্রহণ।
এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।