স্বদেশ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর নামক স্থানে এম ভি সুন্দরবন-১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত এম ভি সুন্দরবন-১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে আমরা একেবারেই কম গতিতে বরিশালের দিকে যাচ্ছিলাম। হঠাৎ এখলাসপুর নামক এলাকায় একটি কোস্টার জাহাজ এসে লঞ্চে সজোরে ধাক্কা দেয়। ফলে লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। যদিও এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহত হয়নি। একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বড় দুর্ঘটনা থেকে বাঁচতে সংঘর্ষের পরে এম ভি সুন্দরবন-১৬ লঞ্চ পাশের চড়ে উঠিয়ে দেওয়া হয়। পরে এম ভি সুন্দরবন-১৪ লঞ্চে যাত্রীদের বরিশাল পৌঁছে দেওয়া হয়।’
এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। অন্য একটি লঞ্চ দিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছ।