স্বদেশ ডেস্ক:
লোহিত সাগরে একটি কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হাউছি যোদ্ধারা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় মায়ের্স্ক হ্যাংঝো কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ১০ দিন আগে, মূল নৌপথে টহল দেয়ার জন্য একটি আন্তর্জাতিক জোটের সূচনার পর এটি প্রথম সফল আক্রমণ।
সামরিক বাহিনী জানিয়েছে, এ হামলার সময় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি ইউএসএস ল্যাবুনের আহ্বানে সাড়া দিয়ে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।
হাউছিদের নিয়ন্ত্রিত ইয়েমেনে একটি অংশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। এখন পর্যন্ত লোহিত সাগরকে ভারত মহাসাগরের সাথে সংযোগকারী বাব আল মান্দেব প্রণালী অতিক্রমকারী ট্র্যাফিক বন্ধ করার জন্য বাণিজ্যিক জাহাজগুলোতে প্রায় ২৪টি হামলা চালানো হয়েছে।