মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ গাজায় সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ফেলেছে ইসরাইল

দক্ষিণ গাজায় সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ফেলেছে ইসরাইল

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ গাজায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর সবচেয়ে বড় ও সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ফেলেছে দখলদার ইসরাইল।

শুক্রবার (২২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্য নিউইয়র্ক টাইমসের এক তদন্তে দেখা যায়, গাজা যুদ্ধের প্রথম ছয় সপ্তাহে ইসরাইল দক্ষিণ গাজায় সবচেয়ে বড় ও সবচেয়ে ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করেছে। অথচ তারাই প্রচার করেছিল যে এই অঞ্চলটি গাজার সবচেয়ে বড় নিরাপদ স্থান।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তদন্তে আরো প্রকাশ পায় যে ইসরাইলের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেক বেসামরিক ফিলিস্তিনি দক্ষিণ গাজায় গিয়ে আশ্রয় নেয়। এর সুযোগে ইসরাইল তখন ২ হাজার পাউন্ডের ওই ভারী বোমাটি ফেলেছিল। এতে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে ওই অঞ্চলের লোকজন।

গোলাবারুদ বিশেষজ্ঞরা বলেন, এই ধরণের ভারি বোমা মার্কিন যুক্তরাষ্ট্রও কখনো এতো ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলেনি।

দক্ষিণ গাজায় বোমার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরাইলি সেনাবাহিনী টাইমসকে বলেছে, ইসরাইলের শুরু থেকেই টার্গেট ছিল, তারা হামাসকে পূর্ণরূপে ধ্বংস করবে। সেজন্য তারা এরূপ বোমা ফেলেছিল। তবে তারা আগে থেকেই ‍অনুমান করেছিল যে এই ধরণের হামলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হবে।

সূত্র : আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877