স্পোর্টস ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলংকা। দুই ম্যাচেই লংকানদের সামনে ব্যাটে-বলে দাঁড়াতে পারেননি পাকিস্তানের ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর অকপটে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন পাক কোচ মিসবাহ-উল হক। এ পরাজয়কে সতর্কবার্তা হিসেবে দেখছেন তিনি।
মিসবাহ বলেন, পরাজয় কখনও ভালো কিছু নয়। শ্রীলংকার এই দলে তাদের প্রধান খেলোয়াড়রা নেই। এমন একটি দলের কাছে হার লজ্জাজনক। এটি আসলে আমাদের জন্য চোখ খুলে দেয়ার ম্যাচ। প্রত্যেক বিভাগে আমাদের পারপরম্যান্সের ঘাটতি রয়েছে। আমরা লংকান স্পিনারদের বিপক্ষে বাজেভাবে পরাস্ত হয়েছি। ডেথ ওভারে বাজে বোলিং করেছি। হারের আরও বহু কারণ রয়েছে।
২০০৯ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছে শ্রীলংকা। নিরাপত্তা অজুহাতে সফর থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুস, লাসিথ মালিঙ্গাসহ ১০ খেলোয়াড়। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে যান লংকানরা। তুলনামূলক খর্বশক্তির এ দলটির বিপক্ষে ধরাশায়ী হয়েছেন সরফরাজরা।
ব্যর্থতার দায় মাথায় নিয়ে পাক কোচ বলেন, সিরিজের আগে দুদলের মধ্যে পরিষ্কার পার্থক্য ছিল। অভিজ্ঞতা, রেকর্ড-পরিসংখ্যান, শক্তিমত্তায় এগিয়ে ছিলাম আমরা। অনভিজ্ঞ একটি দলের কাছে হেরে গেছি। যদিও তারা যথেষ্ট নিয়মনিষ্ঠ। প্রত্যেকটি কাজই ঠিকভাবে করেছে। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছি।
শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জয়লাভ করে পাকিস্তান। ওডিআইতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখাতে পারলেও টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের কাছে নাস্তানাবুদ হয়েছেন স্বাগতিকরা। বুধবার সিরিজের তৃতীয় শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামবে পাকিস্তান।