রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

স্বদেশ ডেস্ক:

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হওয়ার দেড় মাস পর নয়াপল্টনে আজ রবিবার কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র‍্যালি শুরু করবে দলটি। এরই মধ্যে বেশ কিছু নেতাকর্মী দলের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও নয়াপল্টনের বিভিন্ন অলি-গলিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

এদিকে, র‍্যালিকে কেন্দ্র করে সকালে নয়াপল্টনে একটি পিকআপভ্যানে ২০টি মাইক আনা হয়েছে। সেগুলো লাগানো শুরু হয়েছে।

তবে কার্যালয়ের মূল ফটকে এখনও তালা ঝুলছে।

উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

উল্লেখ্য, পুলিশের পক্ষ হতে বিএনপিকে বিজয় র‍্যালি করার একটা অনুমতি দেওয়া হয়েছে। যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি। বিএনপি শান্তিপূর্ণভাবে বিজয় দিবসের র‍্যালি করতে পারবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877