স্বদেশ ডেস্ক:
আতিকুর রহমান সালুর স্মরণে দোয়া ও আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পরিবেশ আন্দোলন জোড়দার, পানির ন্যায্য হিস্যা আদায় ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ কাজগুলো করতে পারলেই পরপারে তার আত্ম্ শান্তি পাবে। বিপ্লবের দীক্ষায় গড়ে উঠা সালু কখনোই অন্যায়ের কাছে আপোষ করেন নি। মজলুম জননেতা মাওলানা ভাষানীর জীবন দর্শন তার সারা জীবনের দিক দিক নির্দেশনা ছিল। বাংলাদেশে সালুর মতো ত্যাগী ও আদর্শের কর্মির আজ বড়ই অভাব। রোববার ১০ ডিসেম্বর ফোবানা স্টিয়ারিং কমিটির আয়োজনে মরহুম সালুর স্মরনে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। জ্যাকসন হাইটস্থ শেফ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডা. মাসুদুর রহমান। পরিচালনা করেন ফোবানা চেয়ারম্যান গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে কুরআন তেলোয়াত ও মোনাজাত পরিচালনা করেন যথাক্রমে মুফতি কাউসার আহমেদ ও ড. মুফতি মোঃ রাব্বানী । আতিকুর রহমান সালুর কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন আজকাল পত্রিকার প্রধান সম্পাদক মনজুর আহমদ, সাংবাদিক মইনুদ্দিন নাসের, সাংবাদিক তাসের খান মাহমুদ, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সাংবাদিক ইমরান আনসারী, হক কথা সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী,ফরহাদ হোসেন,আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী,আহসান হাবিব,আব্দুর রহিম হাওলাদার,মোহাম্মদ সেলিম,ফার্মাসিসবট নুরুল হক,সৈয়দ টিপু সুলতান,জাহাঙ্গীর হোসেন,কাজি ওয়াহিদ এলিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও তোফায়েল আহমেদ চৌধুরী।