স্বদেশ ডেস্ক:
চীনের ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে জাপান ও ভিয়েতনাম সোমবার দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে সম্মত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভন থুয়োং টোকিও-তে বৈঠক করেন এবং নিরাপত্তাগত সহযোগিতা, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর সংক্রান্ত বিষয়কে সম্প্রসারিত করতে রাজি হন। সেই সাথে এই অঞ্চলের সমমনা উন্নয়নশীল দেশগুলোর সামরিক বাহিনীর জন্য জাপানের নতুন সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতেও সম্মত হয়েছেন তারা।
জাপানের বিদেশ মন্ত্রণালয়ের দেয়া তাদের যৌথ বিবৃতি অনুযায়ী, দুই নেতা জানিয়েছেন, জাপান-ভিয়েতনাম সম্পর্ক হবে ‘সার্বিক কৌশলগত অংশীদারিত্ব’, চলতি সহযোগিতাকে ‘নতুন উচ্চতায় নিয়ে যাবে ও আরো নতুন দ্বার খুলে’ দেবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দেশ ভিয়েতনামের সাথে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে জাপান। চীনের উত্থান এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে তাদের বিরোধের মুখে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক ভূমিকা রয়েছে ভিয়েতনামের।
সোমবারের এই ঘোষণার অর্থ হলো- যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের পাশাপাশি জাপান এখন ভিয়েতনামের শীর্ষ স্তরের সহযোগীর মর্যাদা লাভ করেছে।
দুই নেতার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, ‘অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক সহযোগী’ ভিয়েতনাম।
থুয়োং বলেন, এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধিতে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় সহায়ক হয়ে উঠবে।