শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

ভারতে ১৫ দিনেও উদ্ধার হয়নি সুড়ঙ্গে আটকে পড়াদের

ভারতে ১৫ দিনেও উদ্ধার হয়নি সুড়ঙ্গে আটকে পড়াদের

স্বদেশ ডেস্ক:

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ধসে পড়া সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে ১৫ দিনেও উদ্ধার করা যায়নি। অবশ্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

রোববার সকাল থেকে নতুন করে শুরু হয়েছিল উদ্ধারকাজ। গত ১৫ দিন ধরে উত্তরকাশীর ধসে পড়া সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনার যা যা চেষ্টা হয়েছে, তার সবটুকু ফেলে আবার নতুন প্রক্রিয়ায় শুরু হয় সুড়ঙ্গে প্রবেশের চেষ্টা। সিল্কিয়ারা টানেলে ঢোকার দ্বিতীয় পর্ব। দিনভর অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে রাতে ওই উদ্ধারকাজে বিরতি নেন উদ্ধারকারীরা। জানা যায়, প্রথম দিনে প্রায় ২০ মিটার গভীরে পৌঁছতে পেরেছে পাহাড় খোঁড়ার যন্ত্র। তবে এখনো অনেকটাই কাজ বাকি।

এতদিন মাটির সাথে সমান্তরালভাবে সুড়ঙ্গের মূল প্রবেশ পথ দিয়েই ভিতরে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। রোববার সকাল থেকে শুরু হয়েছে উলম্বভাবে পাহাড় খুঁড়ে সুড়ঙ্গের উপর থেকে নিচে নামার প্রক্রিয়া। ওই কাজে লাগানো হয়েছে নতুন ড্রিলিং মেশিন। নতুন উদ্ধারকারী দল। রোববার রাতে প্রথম দিনের কাজ শেষ করার পর জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, প্রথম দিনে ১৯.২ মিটার পর্যন্ত গভীরে পৌঁছতে পেরেছে তারা। তবে লক্ষ্য এখনো অনেক দূর। আগামী চার দিনে ৮৬ মিটার পর্যন্ত গভীরে পৌঁছনোর লক্ষ্য রয়েছে তাদের। সেটা যথা সময়ে সম্ভব হয় কি না আপাতত সেটাই দেখার।

আপাতত দু’ভাবেই সুড়ঙ্গে ঢোকার চেষ্টা করা হবে বলে জানিয়েছে এনডিএমএ। পাহাড়ের উপর থেকে সুড়ঙ্গে নামার চেষ্টার পাশাপাশি কাজ চলবে মূল রাস্তাটিতেও। যে পথ আপাতত আমেরিকার অগার মেশিনের দৌলতে পুরোপুরি বন্ধ। সেটিকে সরিয়ে ওই রাস্তায় মেশিন ছাড়া উদ্ধারকাজ চালাবে সেনাবাহিনী।

শনিবারই উত্তরকাশী থেকে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, ওই অগার মেশিন খারাপ হয়ে যাওয়ার কথা। আমেরিকায় তৈরি ওই ড্রিলিং মেশিনটির ব্লেড আটকে গিয়েছিল পাহাড়ের ভেতরে থাকা সুড়ঙ্গের কোনো ধাতব জালে। তার পর থেকে পুরোপুরি থমকে যায় উদ্ধার কাজ। আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সও জানিয়ে দেন, মেশিনটি বিগড়ে যাওয়ার কথা। তিনি বলেন, এতে আটকে পড়া ৪১ জন শ্রমিককে বের করে আনার প্রক্রিয়াটি আরো বিলম্বিত হলো। এই পরিস্থিতিতেই রোববার সকাল থেকে অগার মেশিনটির ব্লেড কেটে সেটি বের করে আনার কাজ শুরু করে ভারতীয় সেনাবাহিনী। আটকে যাওয়া ব্লেড কেটে মেশিনটিকে সরানোর জন্য প্লাজমা কাটার নিয়ে আসা হয়েছে হায়দরাবাদ থেকে। রোববার রাতের মধ্যেই ২৫ টন ওজনের ওই অগার মেশিনটিকে টানেলের এসকেপ পাইপ থেকে বের করে আনার প্রক্রিয়া অনেকটা এগোনোর কথা ছিল সেনাবাহিনী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগার মেশিন সরানোর কোনো খবর পাওয়া যায়নি। টানেল থেকে সেটি বের করে আনার পরই ওই পথে প্রায় ১০ মিটার বিনা যন্ত্রে খনন করার কাজ শুরু হবে। ওই কাজ করবে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি চলবে উলম্ব খনন প্রক্রিয়াটিও।

তবে সোমবার থেকে এই কাজে বাড়তি সমস্যা তৈরি করতে পারে আবহাওয়া। উত্তরাখণ্ডের এই এলাকায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টি হলে সেই উদ্ধার কাজ ব্যাহত হতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। সেইসাথে বাড়বে ঝুঁকিও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877