শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

স্বতন্ত্র মনোনয়নপত্র কিনলেন ডাক্তার মুরাদ

স্বতন্ত্র মনোনয়নপত্র কিনলেন ডাক্তার মুরাদ

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন আওয়ামী লীগের বিতর্কিত নেতা ও বর্তমান এমপি মো: মুরাদ হাসান।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে মুরাদ হাসানের পক্ষে এ মনোনয়ন ফরম কিনেন পৌর যুবলীগের সদস্য মো: মুখলেছুর রহমান।

এ বিষয় মোখলেছুর রহমান বলেন, আমি মুরাদ হাসান এমপির অনুমতিক্রমেই এ মনোনয়ন ফরম কিনেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াৎ হোসেন জানান, আজকে প্রথম একটিমাত্র মনোনয়ন বিক্রি করেছি। সেটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিনেছেন মো: মুরাদ হাসান।

উল্লেখ্য, ডা: মুরাদ ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তারপর ১৯ মে ২০১৯ থেকে ৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালের ৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসানের সাথে চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও নায়িকা মাহিয়া মাহির একটি ফোনালাপ ভাইরাল হয়। যেখানে তিনি মাহিয়া মাহির সাথে অশ্লীলভাবে কথা বলেন এবং তার কাছে যেতে বলেন। ওই কথোপকথনে মাহিকে ধর্ষণের হুমকি দেয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন মুরাদ। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়। বিষয়টি দেশজুড়ে সমালোচনার জন্ম দেয়। যার পরিপ্রেক্ষিতে তিনি সে বছরের ৭ ডিসেম্বর ইমেইলের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে পদত্যাগের জন্য তিনি ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করেন।

পরে তাকে প্রতিমন্ত্রী ও জামালপুর জেলার আওয়ামী লীগের কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পদত্যাগ প্রাপ্তের পর তিনি দেশ ত্যাগ করে কানাডায় চলে যান। কানাডায় প্রবেশ না করতে পেরে দুবাই হয়ে তিনি ১২ ডিসেম্বর ২০২১ বাংলাদেশে ফিরে আসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877