শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
অবিলম্বে ফরমায়েসি তফসিল প্রত্যাহার করতে হবে

অবিলম্বে ফরমায়েসি তফসিল প্রত্যাহার করতে হবে

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার সাজানো ও পাতানো নির্বাচনের নীলনক্সা বাস্তবায়নের জন্যই আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে একতরফাভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস জনগণ কখনোই সফল ও স্বার্থক হতে দেবে না। তিনি অবিলম্বে ফরমায়েসি তফসিল প্রত্যাহার, গণবিরোধী সরকারের পদত্যাগ এবং পুনঃগঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার আহবান জানান। অন্যথায় হঠকারীতার জন্য রাজপথে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে।

তিনি আজ রোববার রাজধানীতে ফরমায়েসি নির্বাচনী তফসিল বাতিল, অবিলম্বে সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আহুত ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর-২ নম্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেটের সামনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য মো. নকীব ফেরদাউস, এম ইসলাম মৃধা, গাজী হাফিজ, রিমন তমাল, জামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হাসানসহ অন্যান্য নেতা।

মাহফুজুর রহমান বলেন, অবৈধ ক্ষমতালিপ্সা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীকে গণতন্ত্রপ্রিয় মানুষের ওপর লেলিয়ে দেওয়া হয়েছে। সরকার জনপ্রশাসন ও বিচার বিভাগ সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে। মূলত সরকার দেশ ও জাতির বিরুদ্ধে প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। কিন্তু এসব করে অতীতে কোনো স্বৈরাচারী ও ফ্যাসীশক্তির শেষ রক্ষা হয়নি; আর কখনো হবেও না। তিনি সরকারকে একগুয়েমী ও হঠকারিতা পরিহার করে গণতান্ত্রিক অভিযাত্রায় ফিরে আসার আহবান জানান। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।

বিমানবন্দর থানায় জামায়াতের মিছিল, পিকেটিং
বিমানবন্দর দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরীর শূরা সদস্য মাওলানা এ হক, মুহাম্মদ শাহনেওয়াজ, আবু মুসয়াব, ছাত্রনেতা জুলকারনাইন, জসিমউদ্দিন প্রমুখ।

উত্তরায় মিছিল
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চল।
এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হাসনাইন, মাহবুবুল আলম, হারুনুর রশীদ তারেক। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানার সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শেওড়া পাড়ায় মিছিল
হরতালের সমর্থনে কাফরুলে মিছিল করেছে কাফরুল অঞ্চল জামায়াতের কর্মীরা।
মহানগরী কর্মপরিষদ সদস্য এস আলম টুটুলের নেতৃত্বে শেওড়া পাড়া রোকেয়া সরণীতে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুল মতিন খান, আতিক হাসান রায়হান, জামায়াত নেতা আবু নাসের, মুতাসিম বিল্লাহ।

পল্লবীতে মিছিল
আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের পল্লবী অঞ্চলের জামায়াত কর্মীরা মিরপুর ১১ নম্বর বাংলা স্কুলের পাশে পিকেটিংসহ বিক্ষোভ করেছে।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরার সদস্য আবু হানিফের নেতৃত্বে অনুষ্ঠিত পিকেটিং ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা জোবায়ের হোসাইন রাজন, মোশাররফ হোসেন, যুবনেতা মো: হাসানুল বান্না চপলসহ অন্যান্য নেতা।

গুলশানে মিছিল
গুলশান অঞ্চলের বিক্ষোভ মিছিল গুলশানের লিংক রোডে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহমুদুর রহমান আজাদ, আবু রায়হান,আবু জুনাইদ।

কাফরুলে মিছিল
মিরপুর ১৩ নম্বর কাফরুল থানার উদ্যোগে পিকেটিং এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাফরুল অঞ্চল টীম সদস্য আলাউদ্দিন মোল্লার নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শুরা সদস্য জনাব অধ্যাপক এ করিম, ডা. আহসান হাবীব, আশিকুর রহমান, আবু মসাব, আলি হোসেন, ছাত্রনেতা গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতা।

মোহাম্মদপুর পূর্ব থানা আজ সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে। ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মশিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন আনিসুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাদী, আবু তালহা, মাওলা সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন, ইত্তিজা হাসান। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তরা, ফার্মগেটে ছাত্র-যুবলীগের হামলা হয়েছে। দু’জন জামায়াত কর্মীকে মারাত্মক আহত করে তারা। পুলিশ পাঁচজনকে আটক করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877