রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

আমিরের হাত ধরেই ফিরছেন সেই ছোট্ট দার্শিল সাফারি?

আমিরের হাত ধরেই ফিরছেন সেই ছোট্ট দার্শিল সাফারি?

স্বদেশ ডেস্ক:

আমির খানের সুপারহিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সেই শিশু অভিনেতার কথা মনে আছে? দুর্দান্ত ও সাবলীল অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিল ছোট্ট শিশুটি। তার নাম দার্শিল সাফারি। নিজের অভিষেক সিনেমায় জাদু দেখিয়ে বছরের বেশ কিছু সেরার পুরস্কারও নিজের দখলে করে নিয়েছিল দার্শিল। তবে এর পরই সব কিছু থেকে হারিয়ে যায় অভিনেতা।
পরে বেশ কিছু কাজ করলেও সেভাবে বিগ বাজেটের সিনেমায় আসেনি দার্শিল।

1
‘তারে জামিন পার’

সম্প্রতি নতুন করে আলোচনায় দার্শিল। আমির খান তার আসন্ন চলচ্চিত্রের নাম ঘোষণা করেছেন। ‘সিতারে জামিন পার’ নামে চলচ্চিত্র দিয়েই প্রত্যাবর্তন করবেন আমির খান।

এটি আমির খানের হিট চলচ্চিত্র ‘তারে জামিন পার’-এর সঙ্গে সংযুক্ত প্লট নিয়েই নির্মিত হবে বলে জানা গেছে। এর পর থেকেই আলোচনায় দার্শিল সাফারি। তবে কি আমিরের হাত ধরেই ফিরছেন এই অভিনেতা? সবার নজর এখন দার্শিলের দিকেই। তবে ভক্তদের প্রত্যাশার পারদ বাড়িয়ে দিলেন অভিনেতা নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, আমিরের সঙ্গে ফের কাজ করবেন তিনি।ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটি সাক্ষাৎকারে দার্শিলকে ‘সিতারে জমিন পার’ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তরুণ অভিনেতা তখন জানান, সিনেমাটির নির্মাণের ঘোষণার পর থেকে তিনি প্রতিদিন শত শত কল পাচ্ছেন এবং অসংখ্য অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তাকে এই সিনেমায় দেখা যাবে কি না! অভিনেতা বলেন, ‘আমি শুধু তাদের বলি, যদি ভাগ্য হয় আমরা (আমির খানের সঙ্গে) অবশ্যই ভবিষ্যতে কাজ করব। আমি জানি না কোন সিনেমায়, তবে আমরা করব।’

1
দার্শিল সাফারি

সাফারিকে সর্বশেষ ‘হুকুস বুকুস’-এ দেখা গিয়েছিল।

এরপর আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে দার্শিল অনুরাগীরা তাকে পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। এর আগে নিজের অভিনয়ে ফেরা প্রসঙ্গে দার্শিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আমার বাকি জীবন অভিনয় করতে চাই। আমাকে দর্শকদের এমন কিছু দিতে হবে, যা তারা মনে রাখবে।’আমির খানকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালের চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’য়। টম হ্যাংকসের অস্কারজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ছিল এটি। কিন্তু বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। এরপর স্প্যানিশ সিনেমা চ্যাম্পিয়নের রিমেক করার কথা শোনা যায় আমিরের। কিন্তু আচমকাই অভিনয় থেকে বিরতি ঘোষণা করেন আমির। জানান, পরিবারকেই সময় দিতে চান। সঠিক সময়ে আবার ফিরবেন তিনি। বলিউডের সবচেয়ে সফল ও পারফেকশনিস্ট হিসেবে খ্যাত এই অভিনেতার ফেরার অপেক্ষায় তার অনুরাগীরাও। সাম্প্রতিক সময়ে ‘সিতারে জামিন পার’ নিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন আমির। এ ছাড়াও সানি দেওলের সঙ্গে একটি প্রজেক্টে প্রযোজক হিসেবে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা।

সূত্র : পিংকভিলা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877