স্বদেশ ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে নিজ বেডরুমের মেঝেতে পড়ে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! এরই মধ্যে এ ব্যাপারে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। খবর হিন্দুস্তানটাইমস।
জেনারেল এসভিআর টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে বলা হয়, গত রোববার (২২ অক্টোবর) তার নিজ বাসভবনে অবস্থানকালে এ ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। তার পড়ে যাওয়ার শব্দ পেয়ে গার্ডরা ছুটে যান এবং দেখতে পান, পুতিন বিছানার পাশে টেবিল উল্টে পড়ে আছেন। আশপাশে বেশ কিছু খাবার প্লেট ও পানীয়ের গ্লাসও ভেঙে মাটিতে পড়ে আছে।
পরে চিকিৎসকদের খবর দেওয়া হলে তারা তাকে উদ্ধার করে ওই বাসভবনেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। পুতিনের জন্য একটি মেডিক্যাল ইউনিট গঠন করা হয়েছে। আপাতত তাকে একটি আইসিইউ ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই টেলিগ্রাম চ্যানেলে আরও বলা হয়, অচেতন অবস্থায় নিজের বেডরুমের মাটিতে পড়ে ছিলেন পুতিন। সে সময় তার চোখ উলটে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ৭১ বছর বয়সী পুতিনের ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
পশ্চিমা বিশ্বে দীর্ঘদিন ধরেই ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়েছে। তিনি ক্যান্সার ও পারকিনসন রোগে আক্রান্ত এমন খবরও বেরিয়েছে অনেকবার। তবে মস্কো যথারীতি সবগুলো জল্পনাকে মিথ্যা সাব্যস্ত করেছে। আবার অনেক সময় এ নিয়ে কোনোই মন্তব্য করেনি। এবারও যথারীতি এ অসুস্থতার ব্যাপারে মস্কোর পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি।
জেনারেল এসভিআর নামের ওই টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, পুতিনের সাম্প্রতিক সব অফিশিয়াল মিটিং ও ইভেন্ট তার বডি ডাবল (পুতিনের মতো সাজানো অন্য কেউ) দিয়ে পরিচালিত হয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে কখনও এসব ব্যাপারে নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয় না।