স্বদেশ ডেস্ক:
ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান বলেছেন যে তারা যদি গাজায় হামলা বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি বলেন, ইসরাইলকে সামরিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রও ‘দোষী।’
তার বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার জনগণ তাদের জীবন রক্ষার লড়াইয়ে নিয়োজিত এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ হলো ‘বাঁচা-মরার’ লড়াই।
চলমান সঙ্ঘাতে ইরান গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ উভয়কেই সমর্থন করছে।
গত দুই সপ্তাহ ধরে গাজায় ইসরাইলি হামলায় ৪,৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি ইসরাইলকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে যদি তারা এখনই গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা বন্ধ না করে, তবে এখন যেকোনো কিছু ঘটা সম্ভব এবং অঞ্চলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি বলেন, আর যারা যুদ্ধের কথা বলছে তাদের জন্য এর ফলাফল হবে ‘ভয়াবহ, তিক্ত’ এবং ‘সুদূরপ্রসারী প্রত্যাঘাতমূলক।’
তিনি বলেন, ইসরাইলের প্রতি মার্কিন সামরিক সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এটা হলো গাজায় চলমান সঙ্ঘাতে ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলের পরিচালিত ছায়াযুদ্ধের’ প্রমাণ।
শীর্ষ মার্কিন কর্মকর্তারাও সঙ্ঘাত ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এর ফলে মার্কিন সৈন্য ও নাগরিকদের ওপর ‘ব্যাপক হামলা’ হতে পারে।
সূত্র : বিবিসি