স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার বলেছেন, দখল ও সড়ক অবরোধের হুমকি দিয়ে বিএনপির দাবি পূরণ হবে না।
তিনি বলেন, ‘অগ্নিসংযোগ ও সহিংসতার হুমকি আসছে। এ অবস্থায় একমাত্র ত্রাণকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের তার হাতকে শক্তিশালী করতে হবে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে এক সেমিনারে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্পষ্ট জানান, সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন হবে।
মন্ত্রী তার বক্তৃতায় মহাসড়কে থ্রি-হুইলার চলাচল অব্যাহত রাখা এবং সড়কে নিরাপত্তায় আইন প্রয়োগের অভাবের বিষয়ে তার হতাশা প্রকাশ করেন।
সড়ক রক্ষায় ওজন নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন কাদের।
সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
এর আগে সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টি করতে র্যালি বের করা হয়। র্যালিটি দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিরো পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে।
সূত্র : ইউএনবি