রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

শাহরুখ পুত্রকে ঘিরে নারীদের ভিড়, ভিডিও ভাইরাল

শাহরুখ পুত্রকে ঘিরে নারীদের ভিড়, ভিডিও ভাইরাল

স্বদেশ ডেস্ক:   

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার প্রচুর ফ্যান-ফলোয়ার রয়েছে। তিনি তার আসন্ন প্রোজেক্ট, ‘স্টারডম’ নিয়ে অনেকটাই ব্যস্ত। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, আরিয়ানের গাড়িতে একদল নারী ভিড় করে ধরে রেখেছে। তাদেরকে আরিয়ানের গাড়িটিকে ঝাঁকি দিতেও দেখা যায়। যদিও স্টারকিড গাড়ির ভিতরেই বসেছিল। তিনি পরিস্থিতি ভালোভাবে সামলাতেও পেরেছিলেন একথা নিঃসন্দেহে বলা যায়। তবে হঠাৎ কেন এমন একটা কাণ্ড ঘটলো, তা সকলেরই অজানা। তবে আরিয়ানের তার ভক্তদের সঙ্গে ভদ্র ব্যবহার এবং তাকে তাদের কথা মনোযোগ সহকারে শুনতেও দেখা গিয়েছে সেই ভিডিওতে।

ভক্তরা ভিডিওতে বিভিন্ন প্রতিক্রিয়াও জানিয়েছেন। একজন লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাকে খারাপ নজর থেকে রক্ষা করুন।
আরিয়ান নিজেই ঘোষণা করেছেন যে, তিনি তার প্রথম প্রোজেক্টের লেখা শেষ করেছেন। যা একটি ওয়েব সিরিজ। তিনি এর পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে থাকবেন। 

তার ‘স্টারডম’ এর শ্যুটিং সবে শুরু হয়েছে। বছর দু’য়েক আগে আরিয়ানের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। আর হবে নাই বা কেন, তিনি বলিউড কিং শাহরুখ খানের পুত্র বলে কথা। তাই সবমিলিয়ে তাকে নিয়ে চর্চা যে বহুগুণ হবে একথা বলাই যায়। হঠাৎ শাহরুখ পুত্রের গাড়ি আটকানো বা তাকে ঘিরে ধরা সংক্রান্ত যেকোনও বিষয়েই তাই প্রশ্ন ওঠে। এবং সেটাই খুব স্বাভাবিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877