শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে সেন্সর করা হচ্ছে ফিলিস্তিনের সমর্থনে দেয়া পোস্ট

ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে সেন্সর করা হচ্ছে ফিলিস্তিনের সমর্থনে দেয়া পোস্ট

স্বদেশ ডেস্ক:

নিরীহ গাজাবাসীর ওপর অবৈধ রাষ্ট্র ইসলাইলের বর্বর হামলার ঘটনাকে নিয়ে দেয়া পোস্টগুলোকে সরিয়ে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুক।

সোমবার (১৬ অক্টোবর) দ্য ইসলামিক ইনফরমেশনের একটি প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম, টিকটক ও ফেসবুকে ইসরাইল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্টগুলো করা হয়েছে, সেগুলোকে সেন্সর করা হচ্ছে। একইসাথে ইসরাইল সম্পর্কিত হ্যাশট্যাগগুলো কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলভাবে দৃশ্যমান করা হচ্ছে।

পত্রিকাটি জানায়, গাজা ও ফিলিস্তিনিদের সংবাদ প্রচারকারী সংবাদ বিশ্লেষণ প্ল্যাটফর্ম মন্ডওয়েইস সেন্সরশিপের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে। একই অভিযোগ করেছে আরো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। মেটা ও এর সহায়ক কোম্পানিগুলোর এমন অনৈতিকতায় ইউজাররা তাদের সমালোচনা করতে বাধ্য হয়েছে।

ফিলিস্তিনি ডিজিটাল অধিকার গোষ্ঠীর নির্বাহী পরিচালক নাদিম নাশিফ সোশ্যাল মিডিয়ায় পৌঁছানোর এই পক্ষপাতমূলক প্যাটার্নটিও রিপোর্ট করেছেন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। চলমান এ হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877