শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

নিউইয়র্কের জুইশ এলাকায় পাহারা জোরদার

নিউইয়র্কের জুইশ এলাকায় পাহারা জোরদার

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলে হামাসের রক্তপাত সত্ত্বেও এই নগরীতে কোনো ধরনের স্থানীয় হুমকি নেই। তবে তা সত্ত্বেও যেসব স্থানে ইহুদি লোকসংখ্যা বেশি আছে, সেখানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, উইলিয়ামসবার্গ, বোরো পার্ক, রকওয়েস এবং ফ্ল্যাটবুশসহ কয়েকটি এলাকায় পুলিশ সদস্য বাড়ানো হয়েছে। এসব এলাকায় ইহুদিদের বসবাস রয়েছে। তাদের পোশাক এবং অন্যান্য নিদর্শনের কারণে তাদের ধর্মীয় পরিচিতি সহজেই বোঝা যায়।

মেয়র অ্যাডামস বলেন, ‘আমরা জানি, এখানে আমাদের বেশি নজর দেওয়া দরকার। আমরা এ ব্যাপারে খুবই সচেতন, পুলিশ বিভাগ কাজটি করছে।’

এনওয়াইপিডির টহল বিভাগের প্রধান বলেন, নিউ ইয়র্ক সিটি বা আশপাশের এলাকায় ইহুদিদের টার্গেট করে কোনো হুমকি পাওয়া যায়নি।

আর অ্যাডামস সামাজিক মাধ্যমে ইসরাইলবিরোধী কিংবা সেমিটিকবিরোধী প্রপাগান্ডার ব্যাপারে সচেতন থাকতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877