স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারী বর্ষণের ফলে বন্যা হওয়ায় শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শুক্রবার শহরের অনেক পাতাল রেল, সড়ক এবং মহাসড়ক প্লাবিত হয়েছে। এছাড়া লগারদিয়া বিমানবন্দরের কমপক্ষে একটি টার্মিনাল বন্ধ করা হয়েছে।
শহরের কয়েকটি জায়গায় আট ইঞ্চি (২০ সে.মি.) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার রাতের দিকে আরো কয়েক ইঞ্চি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল বলেছেন, ‘এটি খুবই বিপজ্জনক ঝড়।’
তিনি বলেন, ‘আমরা পুরো অঞ্চলজুড়ে যে ভারী বৃষ্টিপাত দেখছি, সে কারণে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন উপত্যকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করছি।’
তিনি জনগণকে নিরাপদে থাকার এবং বন্যা প্লাবিত জায়গায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।
বন্যায় এ পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া য়ায়নি।
নিউইয়র্ক সিটি থেকে হাডসন নদীর ওপারে নিউ জার্সির শহর হোবোকেনেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জনগণকে সতর্ক করে দিয়েছিলেন যে জরুরি অবস্থা জারি করায় এটি ‘উচ্চতর সতর্কতার’ সময়।
তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের কিছু সাবওয়ে প্লাবিত হয়েছে। তাই শহরে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
সূত্র : বিবিসি