সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

এবার তামিমের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

এবার তামিমের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

স্বদেশ ডেস্ক:

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপ খেলতে ভারতে গেছে ঘরের মাঠেই শেষ দুই সিরিজ হেরে। এশিয়া কাপেও দল ব্যর্থ প্রত্যাশা পূরণ করতে। যার দায়টা সাকিব আল হাসান দিলেন তামিম ইকবালের ঘাড়ে। প্রশ্ন তুলেছেন তামিমের দায়িত্ববোধ নিয়েও।

গত জুলাইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ হারের পরদিন হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে বসেন অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপের মাস দুয়েক আগে অধিনায়কের এমন আকস্মিক বিদায় ধাক্কা দিয়ে যায় গোটা দলকে।

যদিও তামিম পরবর্তীতে ফিরে আসেন অবসর ভেঙে। তবে দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, তামিমের এমন বিদায় ধাক্কা দিয়েছে দলকে। যা এখনো সামলে উঠতে পারছে না দল। যা এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে দেখা গেছে।

সাকিব আল হাসান আজ বৃহস্পতিবার প্রকাশিত টি স্পোর্টসের এক সাক্ষাৎকারে বলেন, ‘আফগানিস্তানের সাথে সিরিজ হারের দায় আমি পুরোপুরি একজনকে দেব, অধিনায়ক। প্রথম ম্যাচের পরে আমাদের হাতে আরো দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের।’

‘সুতরাং এটা আর কারো দায় না, পুরো সিরিজটায় দায় একজনের উপর। আমার মনে হয় কোনো ক্যাপ্টেনের যদি দায়িত্ববোধ থাকতো, তা হলে এমনটা করতো না। এটা দলকে খুব বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে সময় লাগছে। যা এখনো অনুভব করি।’

সাকিব এই প্রসঙ্গে আরো বলেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি যে কোনো সিরিজের এক ম্যাচ পরেই এরকম অধিনায়ক এসে ইমোশনালি বলে ফেলে যে- আমি ভাই খেলব না আর ক্রিকেট। এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। আমি এর আগে দেখিনি কখনো।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877