শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

দক্ষিণ চীন সাগরের চীনের ভাসমান ব্যারিয়ার অপসারণের ঘোষণা ফিলিপাইনের

দক্ষিণ চীন সাগরের চীনের ভাসমান ব্যারিয়ার অপসারণের ঘোষণা ফিলিপাইনের

স্বদেশ ডেস্ক:

সোমবার ফিলিপাইন বলেছে, তারা একটি ভাসমান ব্যারিয়ার অপসারণ করতে কাজ করবে। এটি ফিলিপাইনের মাছ ধরার জাহাজগুলোকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরের লেগুনে প্রবেশ করতে বাধা দিতে চীন স্থাপন করেছিল।

ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এদুয়ার্দো আনো এক বিবৃতিতে বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের দ্বারা স্থাপিত একটি ব্যারিয়ার আমাদের জেলেদের ঐতিহ্যগত মাছ ধরার অধিকারকে লঙ্ঘন করে।

ফিলিপাইনের উপকূলরক্ষীরা বলেছে, শুক্রবার স্কারবোরো শোল এলাকায় স্থাপিত ব্যারিয়ার ফিলিপিনো জেলেদের তাদের জীবিকা থেকে বঞ্চিত করছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বিতর্কিত জলসীমা চীনের ভূখণ্ড।

চীন ২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলের নিয়ন্ত্রণ কেড়ে নেয় এবং বেশিরভাগ সম্পদ সমৃদ্ধ দক্ষিণ চীন সাগরের ওপর সার্বভৌমত্ব দাবি করে।

অন্যান্য দাবিদারদের মধ্যে রয়েছে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877