শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্বদেশ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বরফ কি কিছুটা গলবে? এ বিষয়ে বহু আলোচনা চলছে কূটনৈতিক মহলে। কারণ মালটায় শনি এবং রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দীর্ঘ বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা। বৈঠকে তাইওয়ান সঙ্কট নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

রোববার হোয়াইট হাউস একটি বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভানের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই-য়ের বৈঠক হয়েছে। দু’দেশই নিজেদের মধ্যে আলোচনার রাস্তা খোলা রাখতে চাইছে।

চীনের তরফেও একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেও বলা হয়েছে, দুই কূটনীতিকের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

ওয়াং তাইওয়ানের প্রসঙ্গ তুলেছেন বৈঠকে। বলেছেন, তাইওয়ান নিয়ে সতর্ক থাকতে হবে যুক্তরাষ্ট্রকে।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক দাঁড়িয়ে আছে তাইওয়ান নিয়ে মার্কিনদের অবস্থানের ওপর। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কূটনৈতিক রাস্তা খোলা রাখার জন্য তাইওয়ান অঞ্চলে শান্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বৈঠকের পর দু’দেশের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার সম্ভাবনা বেড়েছে। বালির জি-২০ বৈঠকে শেষ বাইডেন এবং শি জিন পিংয়ের কথা হয়েছিল। ভারতের দিল্লি বৈঠকে শি আসেননি।

দুই প্রধানের বৈঠকের আগে একাধিক মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা চীনের সাথে বৈঠক করেছেন। অ্যান্টনি ব্লিংকেনও বৈঠক করেছেন।

ইতোমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন। চীন জানিয়েছে, নিরাপত্তা-বিষয়ক আলোচনার জন্য তিনি রাশিয়ায় যাচ্ছেন। সাম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া এবং চীন একাধিক বৈঠক করেছে। নিরাপত্তা-বিষয়ক একটি চুক্তিও তারা সই করেছে। এ বিষয়ে আলোচনা করতেই চীনের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ায় যাচ্ছেন।
সূত্র : ডয়চে ভেলে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877