স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ১৩ দিনের সফর শেষে সন্ধ্যায় দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইটে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। উড়োজাহাজটি সিঙ্গাপুরের সময় আজ বিকেল ৪টা ২২ মিনিটে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। সেখান থেকে গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি।
রাষ্ট্রপতি, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে রীতি অনুযায়ী অভ্যর্থনা জানানোহয়। এ সময় বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।