বিশ্বজুড়ে এখনো তুমুল জনপ্রিয় প্রিন্সেস ডায়না। মৃত্যুর ২০ বছর পেরিয়ে গেলেও আজও যেন তার আবেদন কমেনি এতটুকু। আবারও তার প্রমাণ মিলল। তার বিখ্যাত লাল সোয়েটার নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ১২ কোটি টাকারও বেশি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কে এই নিলামের আয়োজন করে সোদেবি। তারা জানিয়েছে, বিশ্বে এত দামে কোনো সোয়েটার বিক্রি হয়নি। আর প্রিন্সেস ডায়নার বিক্রি হওয়া যেকোনো কাপড়ের চেয়েই এর দাম বেশি।
নিলাম প্রতিষ্ঠানের ধারণা ছিল ৫০ থেকে ৮০ হাজারে বিক্রি হবে সোয়েটারটি। তবে সেই ধারণা থেকেও ১৪ গুণ বেশি দামে বিক্রি হয়েছে এটি।
নিটওয়ের ব্র্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল এই সোয়েটারটি তৈরি করেছিল। ১৯৭৯ সালে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করে স্যালি মুইর ও জোয়ানা অসবর্ন। অসবর্ন বলেন, ‘এটা আমাদের ডিজাইন করা প্রথম সোয়েটারগুলোর একটি।
বিক্রি করার সময় তারা জানতেন না প্রিন্সেস ডায়না এটি পড়বেন। বিক্রির মাসখানেক পর তারা ডায়নাকে এটি পড়তে দেখেন। বাকিংহ্যাম প্যালেস থেকে ডিজাইনারদের চিঠিও পাঠানো হয়।
ডায়না জানান, সোয়েটারটির একটি জায়গা ছিড়ে গেছে, সেটি ঠিক করতে হবে। ডিজাইনাররা দ্রুত সেটি পরিবর্তন করে ফেলেন।
এরপর বলতে গেলে হারিয়েই গিয়েছিল ডায়নার পরা সেই সোয়েটার। সর্বশেষ চলতি বছর মার্চে ওয়্যারহাউজ পরিষ্কার করতে গিয়ে অসবর্ন এটি খুঁজে পান। তিনি নিজেও অবাক হয়ে যান। পরীক্ষা করে নিশ্চিত করেন এটাই সেই সোয়েটার।
এরপর সেটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই তৈরি হলো নতুন ইতিহাস। এর আগে চলতি বছর ডায়নার ভেলভেট ভিক্টোর এডেলস্টাইন পোশাক বিক্রি হয়েছিল ৬ লাখ ডলারে।