শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের পেশাওয়ারের ওয়ারসাক রোডে দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আজ সোমবার বিস্ফোরণ হয়েছে। এতে  দেশটির ফ্রন্টিয়ার কর্পসের একজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। এদের মধ্যে তিনজন বেসামরিক লোক আছে। দেশটির উদ্ধার ও পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন আহতকে লেডি রিডিং হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালটি প্রশাসনিক বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়ারসাকের পুলিশ সুপারিন্ডেন্ট আরশাদ খান নিশ্চিত করেছেন যে, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এর আগে পেশাওয়ারের আরেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আশফাক আনোয়ার বলেছেন, এটি আত্মঘাতী বিস্ফোরণ নয়। রাস্তার পাশে অন্তত তিনটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল।

সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877