স্বদেশ ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য সৌদি আরব যে ৪৯টি দেশকে টুরিস্ট ভিসা দিতে যাচ্ছে, সেখানে বাংলাদেশের নাম নেই। তেলভিত্তিক অর্থনীতি থেকে নির্ভরতা কমাতে প্রথমবার এমন উদ্যোগ নিল মধ্যপ্রাচ্যের দেশটি। ওই ৪৯টি দেশের মানুষ এখন থেকে ই-ভিসা অথবা ভিসা অন অ্যারাভাইলের জন্যও আবেদন করতে পারবেন।
গালফ নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৪৯টি দেশের নাম প্রকাশ করা হয়েছে : আমেরিকা, কানাডা, কাজাখস্তান, সিঙ্গাপুর, ব্রুনেই, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, স্পেন, বেলজিয়াম, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সাইপ্রাস, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, অ্যান্ডোরা, ডেনমার্ক, জার্মানি, বুলগেরিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, ইতালি, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লিথুনিয়া, গ্রিস, লিচেনস্টেইন, মোনাকো, আইসল্যান্ড, মালটা, পোল্যান্ড, লাটভিয়া, নরওয়ে, রাশিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, স্লোভেনিয়া, মন্টেনেগ্রো, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল, সুইডেন, অস্ট্রেলিয়া, সান মারিনো, ইউক্রেন, চীন, হংকং, ম্যাকাউ এবং তাইওয়ান।
পর্যটকেরা দেশটিতে এক বছরে তিন মাস করে থাকতে পারবেন। ভিসার মেয়াদও হবে এক বছর। এভাবে প্রতি বছর ভিসা নেওয়া যাবে।