স্বদেশ ডেস্ক:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘একাত্তরের চেতনাকে ধারণ করতে না পারলে, ত্রিশ লাখ শহীদের সাথে বেইমানি করা হবে। আমরা যদি আমাদের দেশকে উন্নত করতে পারি, তবে আমাদের অন্যদেশে কাজ করতে যেতে হবে না।’
আজ বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেছিলেন উল্লেখ করে প্রধান বিচারপতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘সততা ও নৈতিকতা ছাড়া জীবনে সফলতা পাওয়া যায় না। ১৯৭১ সাল আমাদের গৌরবের। একাত্তরের চেতনাকে আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে।’
এর আগে প্রধান বিচারপতি সাতক্ষীরা জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।