শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন পরীমণি

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন পরীমণি

স্বদেশ ডেস্ক:

শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সে কারণে বাসায় থেকে নিয়মিতই শুটিং স্পর্টে যেতে হচ্ছে তাকে। আর দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনে বেশ উচ্ছ্বসিত পরী। আজ মঙ্গলবার দুপুরে পরীমণি তার ফেসবুকে ২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিও’র দৃশ্য ধারণ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়িতে বসে। ভিডিওটি প্রকাশ করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এই চিত্রনায়িকা।

ভিডিও’র ক্যাপশনে পরী লিখেছেন, ‘সবাই খুশি! ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এদিকে, আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। ওয়েব ফিল্মটিতে নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যত রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক, সবাই সাহায্যের জন্য এই ‘বাবা’র আশীর্বাদ নিতে ছুটে আসে। এতে উঠতি নায়িকা টিনার চরিত্রে অভিনয় করেছেন পরী।

উল্লেখ্য, বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশের উদ্বোধন হয় গেল শনিবার। পরদিন রোববার থেকে যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রথম অংশের দূরত্ব ১১ দশমিক ৫ কিলোমিটার। দ্রুতগতির এ উড়াল সড়কে কাওলা, কুড়িল, মহাখালী, বনানী, তেজগাঁও ও ফার্মগেটে টোলপ্লাজা আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877