সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

‘তাহলে আমি সংবাদ সম্মেলনেই যাব না’- বলেও গেলেন মিম

‘তাহলে আমি সংবাদ সম্মেলনেই যাব না’- বলেও গেলেন মিম

স্বদেশ ডেস্ক:

আগামী শুক্রবার মুক্তির কথা ছিল দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা ‘অন্তর্জাল’র। তবে আর তার আগেই কথা রটে, ৮ সেপ্টেম্বরও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কারণ একই সময় দেশের বাজারে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ’র নতুন সিনেমা ‘জাওয়ান’। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি গতকাল রোববার সকালেও। আর হুট করে ‘অন্তর্জাল’ টিমের সংবাদ সম্মেলন ডাকার কারণে কিছুটা হলেও তা আঁচ করতে পেরেছিল অনেকে। তবে এ সম্পর্কে কিছুই জানতেন না সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

সংবাদকর্মীদের মুখ থেকে মুক্তি পেছানোর বিষয়টি জানতে পেরে গতকালই তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। যদি আজ মুক্তির তারিখ পেছানোর ঘোষণা দেয়, তাহলে আমি সংবাদ সম্মেলনেই যাব না। আমি তো আর্টিস্ট। অথচ আমি জানি না বিষয়টি। যদি রিলিজ ডেট পেছানোই হয়, তাহলে প্রেস কনফারেন্স করার দরকার কী!’

অবশেষে গতকাল সংবাদ সম্মেলনে হাজির হলেন মিম। সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের এই ছবিটি অবশেষে মুক্তি পাচ্ছে ২২ সেপ্টেম্বর। আরেকটা সুখবর হলো এদিন শুধু বাংলাদেশেই নয় আমেরিকা, কানাডাতেও এটি মুক্তি পাবে। এজন্য আমি খুবই আনন্দিত। কয়েক মাস ধরে এই ছবিটির জন্য আমি অপেক্ষা করছিলাম।’

সিনেমার মুক্তি বারবার পেছানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ছবিটির মুক্তি বারবার কেন পেছানো হয়েছে বিষয়টি প্রযোজকই ভালো জানেন। আর তিনি এর ব্যাখ্যাও দিয়েছেন। আর একটা প্রজেক্টের পেছনে অনেকেই কষ্ট করে থাকেন। ফলে পেছানোর পেছনে নিশ্চয়ই অনেক কারণ থাকে। যা আমাদের চলচ্চিত্রের অর্থলগ্নির জন্য ভালো।’

এ সময় সিনেমার পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একাধিকবার মুক্তি পিছিয়ে গেলেও আমার কোনো আফসোস থাকছে। কারণ শতভাগ সন্তুষ্ট নিয়ে “অন্তর্জাল” দর্শকের কাছে দিচ্ছি। আমার বিশ্বাস দর্শকেরা দেখলে তারাও হ্যাপি হবেন। এর চেয়ে ভালো করা আমার পক্ষে সম্ভব না। একেবারে নিখুঁতভাবে ফাইনাল করেছি।’

নির্মাণের পাশাপাশি ‘অন্তর্জাল’র লিখেছেন দীপংকর দীপন। সঙ্গে আছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

‘অন্তর্জাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ অনেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877