শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আপনার রাশিফল: রবিবার (৩ সেপ্টেম্বর ২০২৩)

আপনার রাশিফল: রবিবার (৩ সেপ্টেম্বর ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। প্রেমের প্রজাপতি উড়তে উড়তে কখন যে আপনার কাছে চলে এসেছে, তা কি জানেন?
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা ঝেড়ে ফেলে আজ নতুন সম্ভাবনাকে স্বাগত জানান।
মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে আজই চমকপ্রদ কোনো ঘটনা ঘটতে চলেছে।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমের প্রজাপতি আজ আপনার হৃদয়ে পাখনা মেলতে চাইছে।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আপনার মনের বাগানে প্রেমের ফুল ফুটে এখন সুবাস ছড়াচ্ছে—কী, টের পাচ্ছেন তো?

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে ভুল–বোঝাবুঝির অবসান হতে পারে। চাকরিপ্রত্যাশীদের জন্য আজ সুখবর আছে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের সম্ভাবনা আছে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আজ প্রেমের দৌড় প্রতিযোগিতায় আপনাকে হারায় কে! সুতরাং নিশ্চিন্ত মনে এগিয়ে যান।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। আর্থিক লেনদেন শুভ। সহকর্মীর সঙ্গে অনেকটা আচমকাই রোমান্টিক সম্পর্কের সূচনা হতে পারে।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। আপনাকে অবাক করে দিয়ে কাঙ্ক্ষিত মানুষটি আজ প্রেমের প্রস্তাব দিতে পারে। যাত্রাপথে সতর্ক থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সফল হতে পারেন। প্রেমের ব্যাপারে আপনার হতাশা আজ দূর হতে চলেছে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে পড়তে চাচ্ছেন? উঁহু, লাফ দিতে হবে না বরং প্রেমই আপনার ওপর লাফিয়ে পড়বে। কী, বিশ্বাস হচ্ছে না? বেশ, অপেক্ষা করুন তাহলে…

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877