শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক:

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি ।

এসময় সেখানে অবস্থানরত সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে তিনি চিকিৎসার জন্য গেছেন- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো এমন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘সরকার একটা নোংরা সমাজ ও জগৎ তৈরি করে ফেলেছে। যেখানে তাদের কার্যকলাপের উত্তর দিতেও রুচিতে বাঁধে।’

তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তারা যেতেও হয়রান হই, আসতেও হয়রান হই।’

উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে আজ ঢাকায় ফিরলেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির আরো দুই শীর্ষস্থানীয় নেতা ড. মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এ তিন নেতার একসাথে সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা নেয়ার বিষয়টি দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877