বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হংকংয়ে তাণ্ডব চালিয়ে চীনে আছড়ে পড়েছে টাইফুন সাওলা

হংকংয়ে তাণ্ডব চালিয়ে চীনে আছড়ে পড়েছে টাইফুন সাওলা

স্বদেশ ডেস্ক:

হংকংয়ে তাণ্ডব চালিয়ে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আছড়ে পড়েছে টাইফুন সাওলা। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি উপকূলের নিচু এলাকাগুলোতে বন্যাও হয়েছে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের গুয়াংডংয়ে ঘণ্টায় ২০০ কিলোমিটারেরও বেশি (ঘণ্টায় ১২৫ মাইল) বেগে বাতাস বয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় ৯ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে টাইফুন সাওলার কারণে হংকং এবং চীনের প্রতিবেশী প্রদেশগুলো শত শত ফ্লাইট বাতিল করেছে। বন্ধ করে দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র বৃহস্পতিবার (৩১ আগস্ট) টাইফুন সাওলা ঘিরে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করে।

চীনভিত্তিক গ্লোবাল টাইমস জানিয়েছে, টাইফুন সাওলার প্রভাবে দেশটির উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তাই দেশটির চার-স্তরের ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের রাজ্য বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দফতর টাইফুন প্রতিরোধের জন্য পদক্ষেপ নিতে ফুজিয়ান ও গুয়াংডং-এ সহায়তা কর্মী পাঠিয়েছে।

টাইফুনের প্রভাব বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে পরবর্তী বুধবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত ১২১টি যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।

ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার সব জাহাজকে সতর্ক থাকতে এবং ঝুঁকি এড়িয়ে চলাচল করতে বলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877