বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

মেসি ছাড়া আজ কী করবে বার্সেলোনা

মেসি ছাড়া আজ কী করবে বার্সেলোনা

চোটের কারণে নেই লিওনেল মেসি। মেসির জায়গায় সুযোগ পেয়ে অসাধারণ খেলে চোখ কপালে তোলা ১৬ বছর বয়সী কিশোর আনসু ফাতিও চোটে পড়েছেন। এই দুজনকে ছাড়াই আজ মাদ্রিদের দল গেটাফের বিপক্ষে খেলতে যাবে বার্সেলোনা। একে তো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা আছেন চোট সমস্যায়, তার ওপর এ মৌসুমে ঘরের বাইরের মাঠে বার্সা খেলছে তথৈবচ। জিতে আসতে পারবে কি না, তাই সন্দেহ দেখা দিয়েছে।

লিগে ছয় ম্যাচ খেলে মাত্র দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বর অবস্থানে আছে বার্সেলোনা। লিগে বার্সেলোনার এই হতাশাজনক ফর্মের পেছনে আছে ‘অ্যাওয়ে ম্যাচ’গুলোতে বার্সার জঘন্য ফর্ম। ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ অন্যের মাঠে গিয়ে খেলে এসেছে বার্সেলোনা। সেই তিন ম্যাচে জয় নেই একটিতেও। লিগের প্রথম ম্যাচেই অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গিয়ে ১-০ তে হার, বর্ষীয়ান স্ট্রাইকার আরিতজ আদুরিজের গোলের জবাব জানা ছিল না রাকিতিচ-গ্রিজমানদের। ওসাসুনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটায় হার এড়াতে পারলেও গ্রানাডার বিপক্ষে পারেনি। ওসাসুনার ম্যাচে ড্র করেছিল ২-২ গোলে।

আজ গেটাফের মাঠে লিগ ম্যাচ খেলতে যাবে বার্সেলোনা। এই মৌসুমে ঘরের বাইরে বার্সেলোনার যে ফর্ম, মেসিকে ছাড়া জিতে আসবে তো গেটাফের মাঠ থেকে?

ওসাসুনার বিপক্ষেই মেসির জায়গায় খেলতে নেমে নিজের আগমনী বার্তা ঘোষণা করেছিলেন আনসু ফাতি। তবে সেই ফাতিও গ্রানাডার বিপক্ষে বার্সাকে বাঁচাতে পারেননি। গ্রিজমান, রাকিতিচ, সুয়ারেজরা অন্যের মাঠে গেলেই গোল করতে ভুলে যাচ্ছেন। আর এই ভয় নিয়েই আজ গেটাফের মাঠে খেলতে যাচ্ছে বার্সেলোনা।

তবে বার্সাকে স্বস্তি দিচ্ছে একটা তথ্য। গত মৌসুমে গেটাফের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচেই জিতেছিল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচটা জিতেছিল ২-১ গোলে। দলের পক্ষে গোল করে ড্র এড়িয়েছিলেন মেসি। আজ সে মেসিই নেই দলে। গত কয়েক মাস ধরেই জ্বালাতে থাকা ঊরুর চোটটা কবে সারবে, কেউ জানে না। মেসিহীন বার্সার গেটাফে-পরীক্ষাটা আজ যে তাই খুব সহজ কিছু হবে না, এটা বলেই দেওয়া যায়।

আজ রাত আটটায় গেটাফের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877