স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে শত শত নারী ও পুরুষ গতকাল শনিবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরে জড়ো হয়েছিলেন। এদের কারো শরীরে স্বল্প পোশাক ছিল আবার কেউ বা ছিলেন পুরোপুরি নগ্ন।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া প্রধান সড়কগুলোতে সাইকেলে করে শোভাযাত্রা করতেই তারা এমন আয়োজন করেছেন।
‘ফিলি ন্যাকেড বাইক রাইড’- নামে এ শোভাযাত্রা ২০০৯ সালে শুরু হয়েছিল। এবারের এ শোভাযাত্রা ছিল ১৪তম। জীবাশ্ম জ্বালানিমুক্ত পরিবহনব্যবস্থার প্রতি সচেতনতা বাড়াতে ও মানুষের দেহ নিয়ে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এ আয়োজন।
আয়োজকরা জানিয়েছে, পুরোপুরি নগ্ন হয়েই যে এই শোভাযাত্রায় অংশ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অংশগ্রহণকারীদের বলা হয়েছে- এবারের শোভাযাত্রার ড্রেসকোট হচ্ছে- আপনি পোশাক পরেন বা না পরেন এতে কোনো বাধ্যবাধকতা নেই।
খবরে আরও বলা হয়েছে, এবারের অংশগ্রহণকারীরা ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান স্থাপনার সামনে দিয়ে গিয়ে শহরের ইনডিপেনডেন্স হলের সামনে গিয়ে যাত্রা শেষ করেন।