স্বদেশ ডেস্ক:
ঢালিউডে গত জুনে মুক্তি পেয়েছে ভারতের ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বাংলাদেশে বিপুল ব্যবসায়িক সাফল্যের পর অনেকের কৌতূহল তৈরি হয়েছে, টালিপাড়ায় কবে অভিনেত্রীকে বড় পর্দায় দেখা যাবে?
টালিপাড়ায় ইধিকার পথচলা শুরু হয়েছিল ছোট পর্দায়। বাংলাদেশে কাজ করলেও টালিউড যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে টালিউডে কাজের ক্ষেত্রে একটু ‘ধীরে চলো’ নীতিতেই বিশ্বাসী অভিনেত্রী।
এই মুহূর্তে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। সেই তালিকায় রয়েছে দুই বাংলাই। বাংলাদেশের সিনেমাতে অভিনয় করে তার কাছে যে কাজের প্রস্তাব বেড়েছে সে কথাও স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘এর মাঝেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কোনো সিনেমার জন্য নয়, অন্য একটা কাজে। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি।’
টালিউডে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনো কিছুই ঠিক হয়নি। প্রস্তাব তো আসছেই। কথাবার্তা চলছে। কিন্তু টালিউডে প্রথম সিনেমার ক্ষেত্রে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে চাই।’
ইধিকা আরও বলেন, ‘সিনেমা করতে হবে বলেই রাজি হতে চাই না। ভালো চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছি।’
এদিকে অভিনেত্রী কিছু খোলসা না করলেও টালিপাড়ার খবর, ইতিমধ্যে তিনি সোহমের সঙ্গে একটি সিনেমা করে ফেলেছেন। কিন্তু সেই সিনেমা কবে মুক্তি পাবে, সে সময় এখনো চূড়ান্ত হয়নি।