শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪

স্বদেশ ডেস্ক:

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮ জনে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৫৯৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ হাজার ৯৩৪ জন রোগী।

এর মধ্যে ৩ হাজার ৭৫৫ জন ঢাকায় এবং ৪ হাজার ১৭৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ২২৪ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৭৬২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877