স্বদেশ ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের তিন দিনের সফরে দিল্লি গেছেন। আজ রোববার দুপুরে তিনি সস্ত্রীক ঢাকা ছাড়েন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে তার এ ভারত সফর।
জি এম কাদেরের সহকারী ব্যক্তিগত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে তিন দিনের এই সফরে জি এম কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং দলের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা।
এ সফরে ভারতের সরকারপ্রধান ও দেশটির ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী ২২ আগস্ট তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
পার্টির নেতারা বলছেন, জি এম কাদের ভারত সফর শেষে দেশে ফিরে আগামী জাতীয় নির্বাচনে করণীয় নির্ধারণে উদ্যোগ নেবেন।
এদিকে নির্বাচনের আগে জাপা চেয়ারম্যানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জিএম কাদের অনেকদিন ধরেই জোরালো বক্তব্য রেখে চলেছেন। এছাড়া নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ বিদেশি দূতদের সঙ্গে তার দফায় দফায় বৈঠক হয়েছে।