স্বদেশ ডেস্ক:
সাভারে তরুণীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টার অভিযোগে ঢাকা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেনাজ তাবাচ্ছুম মিশুকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার সাভার থানা পুলিশ আদালতে এ রিমান্ড আবেদন করে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম আগামী ২৩ আগস্ট আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন। এ সময় আদালত মিশুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
মামলা দায়েরের পর আজ দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশুকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
মেহনাজ মিশুকে আটকের পর শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে গতকাল রাতে সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।