সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

‘দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি’

‘দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি’

স্বদেশ ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। কাজ করেছেন ছোট পর্দাতেও। এই অভিনেত্রীকে দেখা গেছে অনলাইন প্লাটফর্মেও। কাজ করেছেন ‘মুন্সিয়ানা’ ও ‘হোটেল রিল্যাক্স’ ওয়েব সিরিজে। তবে এই মাধ্যমটি ‘হৃদয়ের কথা’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে যায় না বলে জানিয়ে দিলেন পূর্ণিমা।

এই অভিনেত্রীর কথায়, ‘ওটিটি প্লাটফর্মটি আমার সঙ্গে যায় না। এখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার দুঃসময়েও নিজেকে অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি; প্রশ্নই আসে না। আমি ওটিটিতে যে ক’টা কাজ করেছি বলা যায়, সবগুলো চরিত্র ছিল অতিথি। এই মাধ্যমে এখন নতুন কোনো কাজ করছি না। তবে প্রস্তাব পাচ্ছি নিয়মিতই।’

কী নিয়ে ব্যস্ত আছেন জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘আপাতত কিছুই করছি না। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।’

তিনি আরও বলেন, ‘যেদিন পছন্দমতো চরিত্র পাব, সেদিন ফিরব। এখনো পছন্দ মতো কিছু পাইনি। তবে উপস্থাপনার ডাক নিয়মিতই পাচ্ছি। দেখা যাক কী হয়।’

নিজ সিনেমাগুলোর প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার তরফ থেকে কাজ শেষ। “গাঙচিল”, “আহারে জীবন” ছবির ডাবিং শেষ করেছি। আর ডাবিং শেষ মানে আমার কাজ শেষ। এখন দেখা যাক, কবে মুক্তি পায়। আর “জ্যাম” ছবির কথা কী বলব। ওটা ঢাকার মতো জ্যামেই আটকে আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877