স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপ করার হুমকির প্রেক্ষাপটে ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন নির্মাণের প্রকল্প বাতিল করেছে পাকিস্তান। এই প্রকল্পটি নিয়ে কয়েক দশক ধরে আলোচনা চলছিল।
পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, দেশটির পেট্রোলিয়ামবিষয়ক উপমন্ত্রী ড. মোসাদ্দিক মালিক জাতীয় পরিষদে লিখিতভাবে প্রকল্পটি বাতিল করার কথা জানান।
তিনি জানান, এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ৭৫০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস পাকিস্তানে আসার কথা ছিল।
চলতি বছরের প্রথম দিকে পাকিস্তানকে সতর্ক করে দিয়ে ইরান জানিয়েছিল, প্রকল্পটি ২০৪ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করা না হলে তাদেরকে ১৮ বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে।
মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে থাকা পাকিস্তানে প্রায়ই লোডশেডিং হয়ে থাকে। কোনো কোনো সময় দিনে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর