স্বদেশ ডেস্ক:
নাইজারের সামরিক শাসকেরা বিদেশী হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষায় রুশ ভাড়াটে সশস্ত্র গ্রুপ ওয়াগনারের কাছ থেকে সহায়তা চেয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে পুনঃবহাল না করা হলে সামরিক হস্তক্ষেপ করা হতে পারে বলে পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লকের হুমকির প্রেক্ষঅপটে এই সহায়তা কামনা করা হলো।
অভ্যুত্থানের নেতা জেনারেল সালিফু মডি প্রতিবেশী এবং সহানুভূতিশীল সামরিক সরকার পরিচালিত মালি সফরকালে সেখানে ওয়াগনার গ্রুপের কারো সাথে যোগাযোগ করে এই অনুরোধ করেন। সাংবাদিক এবং সুফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘তাদের ওয়াগনারের প্রয়োজন। তা করতে পারলে তারা ক্ষমতায় থাকার আরো বেশি নিশ্চয়তা পাবে।’
নাইজারের সামরিক সরকারকে আজ রোববারের মধ্যে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বলেছে পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইসিওডব্লিউএএস। সাবেক প্রেসিডেন্ট বাজুমকে তার প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করে রাখা হয়েছে।
জোটটি প্রতিরক্ষা প্রধানরা বলেছেন, তারা শুক্রবার নাইজারে হস্তক্ষেপ করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
নাইজারের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে মডি বলেছেন যে এমনটা করা হলে দেশটি ’নতুন লিবিয়ায়’ পরিণত হবে।
নাইজারকে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্য বিশ্বের অন্যতম মিত্র বিবেচনা করা হতো। কিন্তু বাজুমাকে উৎখাতের পর সামরিক নেতারা সাবেক উপনিবেশিক ফ্রান্স এবং তার মিত্র যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে রাশিয়র দিকে ঝুঁকেছে।
ওয়াগনার গ্রুপটি মালিসহ আফ্রিকার কয়েকটি দেশে সক্রিয় রয়েছে।
সূত্র : আল জাজিরা