শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

ভারতকে শাস্তি দিল আইসিসি

ভারতকে শাস্তি দিল আইসিসি

স্বদেশ ডেস্ক:

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটি একদমই ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার দেখতে হয়েছে ৪ রানের। এবার সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে জরিমানা গুনতে হলো দলটিকে। জরিমানার কবলে পড়েছে জয়ী দল ওয়েস্ট ইন্ডিজও।

গতকাল বৃহস্পতিবার ত্রিনিনাদে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করে ভারত। এজন্য ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার বাকি থাকে ওয়েস্ট ইন্ডিজের। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয় দলটির ক্রিকেটারদের। ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন দুই দলের ওপর এই শাস্তি আরোপ করেন। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ কাটা যাবে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৪৫ রানে থামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877