স্বদেশ ডেস্ক:
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটি একদমই ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হার দেখতে হয়েছে ৪ রানের। এবার সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে জরিমানা গুনতে হলো দলটিকে। জরিমানার কবলে পড়েছে জয়ী দল ওয়েস্ট ইন্ডিজও।
গতকাল বৃহস্পতিবার ত্রিনিনাদে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করে ভারত। এজন্য ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার বাকি থাকে ওয়েস্ট ইন্ডিজের। এজন্য ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয় দলটির ক্রিকেটারদের। ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৪৫ রানে থামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।