বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নুরের ওপর হামলা নিয়ে যা বলল ছাত্রলীগ

নুরের ওপর হামলা নিয়ে যা বলল ছাত্রলীগ

স্বদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরসহ অনেকেই আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলছেন ভিন্ন কথা। তার দাবি, নুরুল হক নুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

তানভীর হাসান সৈকত বলেন, সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করার সময় নুরুল হক নুরের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে ঢোকে। তারা সেখানে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনের বিপরীতে দাঁড়িয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তখন দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নুরের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এখানে ছাত্রলীগের কোনোভাবে সম্পৃক্ততা নেই।হামলা বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা দাঁড়াতেই দেয়নি। রাজু ভাস্কর্যে আসার সঙ্গে সঙ্গে নুরসহ নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877