স্বদেশ ডেস্ক:
নথুল্লাবাদ বাস টার্মিনালের দখল নিয়ে বরিশালে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও এখনও দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। ঘটনার সূত্রপাত নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
চার মাস আগে নথুল্লাবাদ বাস টামিনাল থেকে মেয়র সাদিক আব্দুল্লাহর গ্রুপকে হটিয়ে দখলে নেন শ্রমিক লীগ নেতা আফতাব আহমেদ। মূলত ছাত্রলীগের বহিষ্কৃত আহ্বায়ক রইজ আহমেদ মান্নার দখলে ছিল এ টার্মিনাল। আফতাব দখলে নেয়ার পর একে এক সাদিক অনুসারীদের বাদ দেন বাস মালিক সমিতি থেকে। কিন্তু ৩ দিন আগে বরিশালের শ্রমিক লীগের নতুন কমিটি অনুমোদন করা হয়। এতে সভাপতি করা হয় পরিমলকে এবং সাধারণ সম্পাদক করা হয় সাবেক ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে। এ সংবাদে উত্তপ্ত হয়ে ওঠে নথুল্লাবাদ এলাকা।
গতকাল এক বিবৃতিতে আফতাব আহমেদ কমিটি প্রত্যাখ্যান করেন। আজ সকালে নথুল্লাবাদ এলাকায় নতুন কমিটি লিটন মোল্লার নেতৃত্বে বাস মালিক সমিতিতে সংবাদ সম্মেলন করে।