শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে ফিরে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন হিরো আলম

হাসপাতাল থেকে ফিরে হামলার প্রতিক্রিয়ায় যা বললেন হিরো আলম

স্বদেশ ডেস্ক:

তার ওপর হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ সব দূতাবাসে চিঠি দেয়ার কথা জানিয়েছেন। করবেন মামলাও।

আজকের নির্বাচন বর্জন করে এ সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেছেন দেশজুড়ে আলোচিত এ প্রার্থী।

সোমবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে সাংবাদিকদের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি।

তিনি বলেন, ‘ভোটের এরকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো দরকার নেই।’

আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘না না, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না আমি।’

একতারা প্রতীকের এ স্বতন্ত্র প্রার্থী আরো বলেন, ‘যে নির্বাচনে একজন মাত্র স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় সেখানে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’

তার ওপর হামলা পরিকল্পিত ছিল কি না, জানতে চাইলে আলোচিত এ প্রার্থী বলেন, ‘এ হামলা অবশ্যই পরিকল্পিত। কারণ, ওরা (বিরোধীদের) আগে থেকে প্ল্যান করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে। আমি কেন্দ্রে ঢোকার পর কেন্দ্রের গেট থেকে বের হওয়ার সময়ই আমার ওপর অ্যাটাক করা হয়েছে।’

এসময় হিরো আলম কেন্দ্রের ভেতর ব্যালট মেরে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন এবং নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877