স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থামছে বাংলাদেশের। প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক খেলা নেই জাতীয় দলের। তবে বসে থাকার সুযোগ নেই। আগামী মাসেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ, বিশ্বকাপও আছে দোরগোড়ায়। এর জন্য পূর্ণ প্রস্তুতি নিতে চলতি মাসেই ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় দু’সপ্তাহের বিরতি শেষে আগামী ২৯ জুলাই থেলে শুরু হবে এই ক্যাম্প। শুরুতে গুঞ্জন থাকলেও চট্টগ্রামে নয়, ঢাকাতেই হতে যাচ্ছে ক্যাম্পটি। তবে প্রয়োজন অনুযায়ী পরে ঢাকার বাহিরেও হতে পারে ক্যাম্প, এমনটাই ধারণা দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু ২৯ জুলাই থেকে। যেসব ক্রিকেটাররা দেশে আছেন, তাদের নিয়ে হবে এই ক্যাম্প। আপাতত ঢাকাতেই হচ্ছে, চট্টগ্রাম বা সিলেট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। উইকেটের কথা বিবেচনা করে চট্টগ্রামকেও আমরা বিবেচনায় রেখেছি। সিলেটে বৃষ্টির সমস্যা রয়েছে।’
বিসিবি এই ক্যাম্প পাচ্ছেন না দলের কয়েক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। বড় এই বিরতির সময়টাতে ফিট থাকতে অনেকেই বেছে নিয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট। তাসকিন আহমেদ ইতোমধ্যেই রওনা হয়েছেন জিম্বো-আফ্রো টি-১০ লিগ মাতাতে। লিটন দাস আর সাকিব আল হাসানও যাওয়ার কথা কানাডার গ্লোবাল লিগ খেলতে।
গ্লোবাল লিগ শেষে সেখান থেকে ৬ আগস্ট সাকিব চলে যাবেন শ্রীলঙ্কায়। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাবেন তিনি। পরে এশিয়া কাপের আগে আগে জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।
থাকবেন না তামিম ইকবালও। বিসিবি থেকে দেড় মাসের ছুটি পাওয়া তামিম ফ্যামিলির সাথে দুবাই সময় কাটিয়ে এরপর পাড়ি দিবেন ইংল্যান্ডে। সেখানে চোটের জন্য চিকিৎসা নিবেন তিনি। এশিয়া কাপের আগে দলে যুক্ত হওয়ার কথা তারও।
আগামী ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে এবারের এশিয়া কাপ।