স্বদেশ ডেস্ক:
ইউক্রেন যদি ক্লাস্টার বোমা ব্যবহার করে, তাহলে রাশিয়াও পাল্টা ক্লাস্টার বোমা ব্যবহার করবে। এমন হুঁশিয়ারি বার্তাই দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট ক্লাস্টার বোমার মজুদ রয়েছে। যদি তারা আমাদের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করে, আমরাও পাল্টা হামলার কথা বিবেচনা করবো। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেয়ার ঘোষণা দেয়ার এক সপ্তাহের মাথায়ই এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পুতিন। ইউক্রেন এরইমধ্যে এই বোমা পেয়েছে বলেও নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। তবে এখনও যুক্তরাষ্ট্রের দেয়ার ক্লাস্টারের ব্যবহার হয়নি।
রোববার পুতিনের সাক্ষাৎকার নেন সাংবাদিক পাভেল জারুবিন। এসময় এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, তারা যদি ক্লাস্টার বোমা ব্যবহার করে, আমাদেরও সেই অধিকার রয়েছে। তিনি ইউক্রেনকে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেন। বলেন, ইউক্রেনকে এই বোমা সরবরাহ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তবে শুধু পুতিনই নন, ওয়াশিংটনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোও।