স্বদেশ ডেস্ক:
প্রায় ১২ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের। এ নিয়ে নানা জল্পনা চাউর হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ জোসেপ ব্যারেলের সঙ্গে কিনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু চীনের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়ে দেশটির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এ নিয়ে জল্পনা রটেছে যে ৫৭ বছর বয়সী কিনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছে, এরকম রিপোর্ট নিয়ে তিনি কিছু শুনেননি।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ার জাকার্তায়অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিচ্ছেন না কিন গ্যাং। বিভিন্ন সূত্র জানিয়েছে, কিন গ্যাংয়ের পরিবর্তে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই দেশটির প্রতিনিধিত্ব করবেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, কিন সর্বশেষ গত ২৫ জুন শ্রীলংকা, রাশিয়ার ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। একই দিনে তিনি একটি অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বারবাদাস প্রধানমন্ত্রী মিয়া আমরের সঙ্গে উপস্থিত ছিলেন। এরপর তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি।
তবে সাউথ চায়না মর্নিং পোস্টে কিন গ্যাংকে নিয়ে সবশেষ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে কিন গ্যাং আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না।
তবে তার ঠিক কী স্বাস্থ্যগত সমস্যা হয়েছে- এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।